বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা ১০৯ জনে দাড়িয়েছে। নতুন করে করোনা শনাক্তের মধ্যে অধিকাংশই পৌর এলাকার। এছাড়া আক্রান্তের তালিকায় সৈয়দপুর, রামনগর, শেখর, কামারগ্রাম, গুনবহা, শিবপুর, হাসামদিয়াসহ প্রায় ২০ গ্রামাঞ্চলের বাসিন্দারা রয়েছেন। শুক্রবার (১২.০৬.২০) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, গত ১৭ এপ্রিল এ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্তু মোট ৫৬৬ জনের নমুনা সংগ্রহে করোনা আক্রান্ত ১০৯ জনের মধ্যে মুত্যুবরণ করেছেন দুইজন। সুস্থ হয়েছেন ৩০ জন। গত মঙ্গলবার ও বুধবার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্য থেকে ১২ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসহ সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা সুস্থ থাকায় নিজবাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
Leave a Reply