Spread the love

রূপসা প্রতিনিধি: রূপসায় প্রাইভেট কার উল্টে চালক নিহত হয়েছে। তিলক কুদির বটতলা এলাকায় ১২জুন দুপুরে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, রূপসা ব্রীজ পার হয়ে তিলক কুদির বটতলা নামক স্থানে পুলিশ বক্সে সামনে আসলে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক প্রসেনজিত আর্চজ (২৫) আহত হয়। যার গাড়ি নং-ঢাকা মেট্রো – গ – ২০৪৭৭৭।
আহত চালককে স্থানীয় লোকজন কুদির বটতলা সিএসএস হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পরে সেখানে চালকের মৃত‍্যু হ য়।
সড়কে যান চলাচল স্বাভাবিক। কাটাখালী হাইওয়ে পুলিশ প্রাইভেট কারটি হেফাজতে নিয়ে গেছে বলে ওসি জানায়।


Spread the love