বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার বড় কামারগ্রাম নিবাসি ও নিউ মার্কেটের ব্যবসায়ী গোপাল কুন্ডু (৩৫) করোনা উপসর্গ নিয়ে শনিবার (১১.০৭.২০) বিকেল সাড়ে তিনটার দিকে মারা গেছেন। তিনি গত ৪/৫ দিন জ্বর, ঠান্ডা, কাশিসহ বিভিন্ন করোনাউপসর্গে ভুগছিলেন। গত ৯ জুলাই বৃহস্পতিবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনাও দিয়েছেন। তিনি বড় কামারগ্রামের গোবিন্দ কুন্ডুর ছেলে।
জানা যায়, করোনা উপসর্গে তিনি অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন। শনিবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়লে মাইক্রোবাসে করে তাকে ফরিদপুর পাঠানো হলে কাদিরদী নামক স্থানে পৌঁছলে প্রচন্ড শ্বাস কষ্টে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. খালেদুর রহমান বলেন, তিনি বৃহস্পতিবার নমুনা দিয়েছেন। করোনা উপসর্গে তাঁর মৃত্যু হয়েছে।
Leave a Reply