নিজস্ব প্রতিবেদকঃ অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফরিদপুরের চারজন সাংবাদিক। এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, ৭১ চ্যানেলের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটু, যমুনা টিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, বাংলা টিভি জেলা প্রতিনিধি এহসান বকাউল রানা।
জানা যায়, ১১ জুলাই দুপুর ১২ টার দিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে বোয়ালমারী উপজেলা সদরে পল্লী বিদ্যুৎ এর উত্তর পাশে সাংবাদিকদের যাতায়াতে ব্যবহৃত মাইক্রোবাসের টায়ার পাম্প্ছার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরের মধ্যে পানিতে পড়ে যায়।
তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে, বোয়ালমারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাংবাদিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এহসান বকাউল রানা জানান শরীরে চোট লেগেছে, ক্ষত হয়েছে, তবে সবাই সুস্থ্য আছেন।
Leave a Reply