Spread the love

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বৃ্হস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৪ টায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত বাইসাইকেল চালকের নাম শওকত মোল্যা (৪৫)। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামের আজহার মোল্যার ছেলে। এ ঘটনায় ট্রাক (নং যশোর ট ১১-১৪৮০) এবং ট্রাকের চালক খন্দকার মনিরুল ইসলাম ও চালকের সহকারীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

উপ পুলিশ পরিদর্শক মো. সাহাদাত হোসেন জানান, শওকত ইউনিলিভারের সেলস রিপ্রেজেন্টেটিভ। তিনি উপজেলার ময়েনদিয়া থেকে কাজ শেষে বোয়ালমারীস্থ ইউনিলিভারের অফিসে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটির সাথে ছোলনা গ্রামের J.K.A. ইটভাটার সামনে বাইসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালকের মৃত্যু ঘটে। ট্রাকটি উপজেলার চতুল ইউনিয়নের কলারনে অবস্থিত গোল্ডেন জুট মিলে যাচ্ছিল।


Spread the love