বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর বাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থবিধি অমান্য করে দোকান খোলা রেখে বেচা কিনা করায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারের টিন ব্যবসায়ী আসাদুজ্জামান ছটু (৪৮) গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পর তার বাড়ি লকডাউন করা হয়। ওই ব্যবসায়ী স্বাস্থবিধি না মেনে মঙ্গলবার (২১.০৭.২০) দোখান খুলে বেচা কিনা করছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ তার দোকানে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ এর ২৭১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply