নিজস্ব প্রতিবেদকঃ আজ ৫ আগস্ট ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসক, ফরিদপুর এর সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার গুহলক্ষিপুরে অবস্থিত উল্লেখযোগ্য প্রধান চামড়ার আড়ত মেসার্স মোস্তফা এন্ড ব্রাদার্সে জাতীয় সম্পদ চামড়া সংরক্ষণের বিষয়টি সরেজমিন যাচাই করতে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিশেষ তদারকিতে পরিচালিত কার্যক্রমসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
কোরবানির চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
কাঁচা চামড়ার গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাণমত লবণ ব্যবহারে ব্যবসায়ী ও জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করা হয়েছে।
এছাড়াও ফরিদপুর জেলায় কোন অবিক্রিত কাঁচা চামড়ার সন্ধান পাওয়া যায়নি।
এ সময় আড়তগুলোতে দেখা যায়, ব্যবসায়ীরা চামড়ায় পরিমাণমত লবণ মিশিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করেছেন। সার্বিক সংরক্ষণ পরিস্থিতি সন্তোষজনক ছিল।
এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন মোঃ বজলুর রশিদ খান, ডিএসআই, সিভিল সার্জন অফিস, ফরিদপুর|
Leave a Reply