Spread the love

ফ,ম,আইয়ুব আলী, রুপসা প্রতিনিধিঃ রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের নৈহাটি দেবিপুর এলাকায় সড়ক ধসে যাওয়ায় চলাচলের অনউপযোগী হয়ে পড়ে।
সংবাদটি বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সড়ক ও জনপদ বিভাগ সড়কটির ধস রক্ষা করা ও আশু যানবাহন চলাচলের জন্য রাবিস প্রদান করেন।
সড়ক মেরামত বিষয় সড়ক জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় ২৫ আগষ্ট এর পর সড়কের কাজ শুরু হবে।
গতকাল সড়ক বিভাগের কর্মকর্তারা সরোজমিনে দেখতে আসেন এবং সড়কটি দ্রুত মেরামত করার আশ্বাস প্রদান করেন।


Spread the love