ফ,ম,আইয়ুব আলী, রুপসা প্রতিনিধিঃ রূপসায় শুভ বৈরাগী (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি গ্রামের মৃত মনোসন্তোস বৈরাগীর ছেলে।
জানা গেছে, যশোর পুলিশ লাইনে কর্মরত শুভ বৈরাগী গত ২৭ আগস্ট ছুটিতে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুভ’র ভাইপো রনজিত বৈরাগী জানায়, ছোট বেলা থেকে তার শ্বাসকষ্ট ছিল। শুভ’র স্ত্রী ৮ মাসের অন্তস্বত্তা রয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা করোনা পরীক্ষা করার জন্য শুভ’র নমুনা সংগ্রহ করেছে। ২০১৪ সালে সে বাংলাদেশ পুলিশে যোগদান করে।
Leave a Reply