ফ,ম, আইয়ুব আলী , রূপসা প্রতিনিধিঃ রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত মনির ফয়সাল শুভ স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খান আলমগীর কবির স্মৃতি সংসদ ও সাইমুন যুব সংঘের মধ্যে তীব্র প্রতিদন্দিতামূলক খেলায় খান আলমগীর কবির স্মৃতি সংসদ সাইমুন যুবসংঘকে ৬৭ রানে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রানা। আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মামুন এলিচ, লিপু, ফেরদাউস সরদার। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মুনসুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আহমেদুল কবির চাইনিস, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লা, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, সাবেক চেয়ারম্যান শাহাজান কবির প্যারিস, সমাজসেবক শেখ মাকতুম আহম্মেদ রাজা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, এক পরিবারের সভাপতি সৈয়দ মাহামুদ আলী, বাবলু কুমার আশ, আঃ কুদ্দুস বড় মিয়া, শেখ জুলফিকার আলী, শেখ হাবিবুর রহমান, জাকির শেখ। প্রভাশক মেজবাউদ্দিন খান সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফ.ম আইয়ুব আলী, মোঃ সাকিব রায়হান, খায়রুজ্জামান সজল, শফিকুল ইসলাম হিমেল, নাজমুল হুদা অঞ্জন, হাসান ফরাজি, মাঈনুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমূখ।
DEVELOPED BY - ANOWARULBD.ME
Leave a Reply