ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামে আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের জায়গায় বসত ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ সুরুজ্জামান অভিযোগ করে জানান, সম্প্রতি তার প্রতিবেশী লাল মিয়া ও তার লোকজন ১১৭ নং গোয়ালদী মৌজার বিএস ৫৫৫ নং খতিয়ানের ৭২৭৭২৮,৭২৯ ও ৭৩০ নং দাগে পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া ৪ শতাংশ ভোগ দখলিকৃত জমিতে জোরপুর্বক বিল্ডিং ঘর উত্তোলন করতে থাকে। বাধা দিতে গেলে প্রভাবশালী প্রতিপক্ষরা যথারীতি নির্মান কাজ অব্যাহত রাখে। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিস-বৈঠক হলেও প্রতিপক্ষ লাল মিয়া ও তার লোকজন তা উপেক্ষা করে। বাধ্য হয়ে সুরুজ্জামান গত ১৪ ফেব্রæয়ারী ২০২১ ইং তারিখে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে একটি আবেদন করেন। বিজ্ঞ আদালত শান্তি-শৃংখলা রক্ষার্থে ভ’মির অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারায় বাড়ি-ঘর নির্মানে নিষেধাজ্ঞা জারী করেন। এর প্রেক্ষিতে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য উভয় পক্ষকে নির্দেশনা প্রদান করেন। কিন্ত তা সত্যেও প্রতিপক্ষ লাল মিয়া ও তার লোকজন নির্মান কাজ অব্যাহত রাখে। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে নির্মান কাজের ব্যাপারে অভিযুক্ত লাল মিয়ার মেয়ে রেশমা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার জায়গায় ঘর উঠাইনি’’কাগজ পত্র আদালতে গিয়েই দেখাব। আমাদের বৈধ জমিতেই ঘর নির্মান করছি। লাল মিয়ার নাতি তানভীর আহমেদ বলেন,এখানে তার কোন জায়গা নেই। বিষয়টি নিয়ে কয়েকজন প্রতিবেশীর কাছে জানতে চাইলে তারা বলেন,আমরা এ ব্যাপারে কিছু বললে ঝামেলা হতে পারে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যাক্তি জানান,সুরুজ্জামান দুর্বল প্রতিপক্ষ। একমাত্র একটি নসিমন চালিয়ে তার সংসার চলে। তাকে বিতাড়িত করার জন্য প্রতিপক্ষরা অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সাথে কথা হলে তিনি জানান,বিষয়টি আমি শুনেছি,যেহেতু এটি আদালতের স্পর্শকাতর বিষয় । সরেজমিনে গিয়ে উভয়পক্ষের মতামতের ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে। এদিকে মোঃ সুরুজ্জামান সুবিচার চেয়ে সাংবাদিকদের মাধ্যমে জানান,প্রতিপক্ষরা জায়গা জোরপূর্বক দখল করেই ক্ষান্ত হয়নি তার বাড়ির প্রবেশ পথে ইট দিয়ে প্রতিবন্ধকতা তৈরীর অভিযোগ করেন তিনি। এ নিয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় অন্যত্র বাস করছেন বলে জানান।
DEVELOPED BY - ANOWARULBD.ME
Leave a Reply