নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশরাফুজ্জামান মজনুর অষ্টম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার পালন করা হয়। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় বিকেলে এক স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদুল হক, অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম. শ্রমিকলীগ সভাপতি আক্কাস হোসেন, আওয়ামী লীগ নেতা আবু নাঈম, সৈয়দ সোহেলে রেজা বিল্লব প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মনির হোসেন।
সভায় বক্তারা আশরাফুজ্জামান মজনুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এবং ৭৫ এর পরবর্তী সময়ে দলের প্রতি তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ফরিদপুর ওলামা লীগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম।
Leave a Reply