রূপসা প্রতিনিধিঃ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহযোগীতায় কোভিড- ১৯ এর টিকা নিয়ে “নিজে সুস্থ থাকুন-পরিবারকে সুস্থ রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত কোভিড- ১৯ এর ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে। এ কার্যক্রম গত ২৮ ফেব্রæয়ারী সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়। ক্যাম্পিং উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমীন রবি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান বাবু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হামিম কবির রুবেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ হোসাইন কবির সজল, ফরিদ শেখ, আঃ জব্বার, মোঃ ইলিয়াজ শেখ, লিটন সরকার, জ্যাকি ইসলাম সজল, জাহিদ খান, সোমনাথ ধর, নিজাম উদ্দিন, হাফিজুর রহমান, মুসা মোল্যা সবুজ, সোহেল পারভেজ, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, তুহিন সালমান, কাদের শেখ, জহিরুল ইসলাম প্রমুখ। এ কার্যক্রম প্রতিদিন সকাল ‘৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত’ ৪০ বছরের উর্ধ্বে সকলেই ফ্রি রেজিষ্ট্রেশন করাতে পারবেন।
Leave a Reply