রবিউল হাসান রাজিবঃ করোনা ভাইরাসের সংক্রমন ২য় ধাপ প্রতিরোধে সারা দেশব্যাপী লকডাউনের প্রথম দিনে ফরিদপুরে জেলা প্রশাসকের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।
গতকাল ৫ই এপ্রিল ২০২১ সোমবার ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সির বাজার, বাখুন্ডা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন।
এছাড়াও আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত ব্যাটালিয়ান আনসার সদস্যদের একটি টিম সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধানের গুরুত্ব সম্পর্কে হ্যান্ডমাইকযোগে সকলকে সচেতন করা হয়।
Leave a Reply