আবু রায়হান, কেরালকাতা(কলারোয়া) প্রতিনিধিঃ করোনা সংক্রমণ প্রতিরোধে সজাগ ও সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে আজ সোমবার লকডাউনের ১ম দিন কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান স.ম. মোরশেদ আলী(ভিপি)।
তিনি করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন-এ জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করেন। এ সময় স,ম মোরশেদ আলী বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। করোনার প্রকট আরো ভয়ংকর রুপ ধারণ করছে, তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ভালোভাবে সাবান দিয়ে হাত–মুখ ধুতে হবে। তিনি আরও বলেন, পৃথিবীর বেশির ভাগ দেশে করোনাভাইরাস ধারালেভাবে বিদ্ধস্ত করছে।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ সেভাবে ক্ষতিগ্রস্থ হয়নি। সবার সম্মিলিত প্রয়াসে এ জাতি যেভাবে মহান মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে, তেমনি করোনাভাইরাসের বিরুদ্ধেও জয়ী হবে ইনশাআল্লাহ। তিনি এর আগে ১ম ধাপেও করোনা মোকাবেলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
Leave a Reply