রূপসা প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সেবা ব্যাতীত সবকিছু বন্ধের লক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনি দ্বিতীয় দিনে রূপসা উপজেলায় জনসাধারণের মাঝে মাক্স বিতরণ, মাইকিং ও সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহ। গত ৬ এপ্রিল সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তাছাড়া মদক দ্রব্য সেবন ও মজুদ রাখার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২/১ ধারায় নৈহাটী ইউনিয়নের মোঃ আলী আকবর শেখের পুত্র মনিরুল ইসলাম শেখ (২৫) কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন এবং লকডাউনের দ্বিতীয় দিনে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ২০১৩ এর ১৪ ধারায় ১০টি মামলা দায়ের ও ৪১০০ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত খান মাসুম বিল্লাহ জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোঃ মোর্শারফ হোসেন সকাল থেকে রূপসার গুরুত্বপূর্ণ এলাকা রূপসা ঘাট, সেনেরবাজার ঘাট, উপজেলা সদর, পালেরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার প্রচারণা, মাক্স বিতরণ ও দোকানের সামনে ক্রেতাদের উদ্দেশ্যে ৩ ফুট দুরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন কালারের বৃত্ত তৈরী করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।
Leave a Reply