রিফাত, সাতক্ষীরা সদর প্রতিনিধিঃ সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কিত জনসেবামূলক পরিষেবার ঘোষণা ,করোনা সংক্রমণ মোকাবেলায় সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ও লকডাউন নিশ্চিতকরণে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনায় আজ মঙ্গোলবার (০৬/০৪/২০২১ ইং) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলায় অনুনোমোদিত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধে, দোকানপাট ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অনুনোমোদিত দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৬ জন ব্যক্তিকে ৭৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও যাদের মাস্ক নেই, তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ, সাতক্ষীরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি।
বি: দ্র: স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনের আরো কঠোর প্রয়োগ হবে।
Leave a Reply