নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য উপসচিব আব্দুল মান্নান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ রবিবার (১৮ এপ্রিল) । এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ফরিদপুরের কোমরপুর চৌধুরী বাড়িতে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও ফরিদপুর মুসলিম মিশন এ বাদ ফজর পবিত্র কোরআন শরীফের খতম ,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
আব্দুল মান্নান চৌধুরী ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা সমিতির দীর্ঘদিন সেক্রেটারীর দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ স্কাউট এর নির্বাহী সচিব ছিলেন। চাকুরী জীবনে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি জনহিতকর অনেক কাজের সঙ্গে জড়িত ছিলেন।
Leave a Reply