Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ বিকেল চারটায়   ফরিদপুর জেলার রাজবাড়ী রাস্তার মোড় থেকে একটু সামনে মুসলিম মিশন এর পাশে ঢাকা-খুলনা মহাসড়কে বগুড়া টু বরিশাল গামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ঠ ১১-২১৫৪) বাসের সাথে একটি মাইক্রো(ঢাকা মেট্রো-ব ৩১-৯৮৬৩) মুখোমুখি সংঘর্ষে পথচারী ছবিরুন নেছা(৫৫) বোয়ালপাড়া সালথা ফরিদপুর এবং মাইক্রো ড্রাইভার মোঃ জাহিদ হাসান (৪৭) টুংগীপাড়া গোপালগঞ্জ নিহত হন। ঘটনাস্থলে করিমপুর হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে নিহতদেরকে কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যান। উল্লেখ্য, এ সময় বিআরটিসি বাসের ড্রাইভার পালিয়ে যান।

Spread the love