Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  আটটি দলের অংশগ্রহণে সেমিফাইনাল খেলা রবিবার থেকে শুরু হচ্ছে।

প্রতিযোগিতায় আজ ছেলে ও মেয়েদের মোট চারটি খেলা অনুষ্ঠিত হয় । এতে বঙ্গবন্ধু ইভেন্টে বোয়ালমারী উপজেলা ১/০ গোলে নগরকান্দা কে, ফরিদপুর পৌরসভা ৫/০ গোলে চরভদ্রাসন উপজেলা কে পরাস্ত করে সেমিফাইনালে ওঠে । বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন হৃদয় ।
অন্যদিকে বঙ্গমাতা ফুটবল এর সেমিফাইনালে উঠেছে  ফরিদপুর পৌরসভা ও সদরপুর উপজেলা।
দিনের প্রথম ম্যাচে সদরপুর উপজেলা ২/০ গোলে নগরকান্দা কে এবং শেষ ম্যাচে ফরিদপুর পৌরসভা ১/০ গোলে চরভদ্রাসন উপজেলার দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
এদিন ফরিদপুর পৌর সভায় প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুল  ইসলাম মনির ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর   ইদ্রিস খান বিশেষ অতিথি  হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। বিজয়ী দুই দলের ছবি।

Spread the love