ফ,ম, আইয়ুব আলী, রূপসা প্রতিনিধিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, মানুষের সুস্থ ভাবে জীবন যাপন করতে হলে আমিষের বিকল্প নাই। গ্রামীন নারীরা বাড়ীতে ছোট খাট ফার্ম তৈরী করে গরু, ছাগল, হাসমুরগী পালন করে মানব জীবনের এ চাহিদা পূরণ করে থাকে। তিনি বলেন দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের অর্ধেকের বেশি নারীরা আমিষের চাহিদা পূরন করে প্রাণি সম্পদ বৃদ্ধি ও রক্ষনাবেক্ষনে দায়িত্ব নিয়েছে। এ কারনে বাংলার ১৮ কোটি মানুষ সুস্থ্য, সাবলীল ভাবে জীবন যাপন করছে। গ্রামীন নারীদের এ কার্যক্রমে উৎসাহদানের পাশাপাশি তাদের প্রতিটি কাজকে গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে। তিনি গতকাল ৫ জুন সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত আমিষ প্রদর্শনী মেলায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। স্বাগত বক্তৃতা করেন প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপু কুমার সাহা। যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকরের পরিচালনায় বক্তৃতা করেন পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী প্রোগ্রামার মো: রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোরশেদুল আলম বাবু, প্রাণি সম্পদ দপ্তরের সহকারী আনোয়ার হোসেন, দেবাশিষ মন্ডল, পিন্টু ঢালী, সোহরাব হোসেন প্রমুখ।
Leave a Reply