মিঠুন গোস্বামী , রাজবাড়ী : রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
সোমবার (৭ জুন) সকালে পুলিশ লাইন্স ড্রীলশেডে উক্ত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ), অতিঃ পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান (সদর সার্কেল), এএসপি প্রবেশনার,অতিঃ পুলিশ সুপার (সদর) জনাব আনিসুজ্জামান, এএসপি প্রবেশনারদ্বয়, সকল থানার অফিসার ইনচার্জ, রাজবাড়ী জেলার অফিসার ও ফোর্সবৃন্দ।
এ সময় পুলিশ সুপার শাকিলুজ্জামান সকল অফিসার ফোর্সদের উপস্থিতিতে জেলা পুলিশের সকল সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমূহের সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান ও ফোর্সের কল্যাণে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার,রাজবাড়ী মহোদয়।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে আইন -শৃংখলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা আয়োজন করা হয়।
Leave a Reply