মিঠুন গোস্বামী, রাজবাড়ী : দেশব্যাপী অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি কার্যক্রম কে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় “ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল”, এই শ্লোগানকে সামনে রেখে ভূমি সপ্তাহ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুন) সকালে পাংশা উপজেলা সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মাদ আলী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার ভুমি নুজহাত তাসনীম আওন ভুমি সেবা গ্রহীতাদের উদ্দেশ্য করে বলেন, সম্মানিত সকল ভুমি মালিকগণকে তাদের নিজ নিজ মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, নামজারি খতিয়ান এর ফটোকপি সর্বশেষ খতিয়ানের কফি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি নিয়ে নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত রবিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম ভূমি সপ্তাহ -২০২১ এর উদ্ভোদন করেন। এসময় ২০ জনকে ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হয়।
Leave a Reply