মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব দেবনাথ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত বিপ্লব জেলা শহরের বিনোদপুর ভাজনচালা গ্রামের দুলাল চন্দ্র দেবনাথের ছেলে।
আজ মঙ্গলবার (৮ জুন) জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে উক্ত দুর্ঘটনা ঘটে।
বিপ্লব রাজবাড়ী বাজারের রাজলক্ষি জুয়েলার্সের ম্যানেজার হিসেবে চাকুরী করতেন। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলষ্টেশন পার হয়ে জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় পৌছলে বিপ্লব দেবনাথ কাটা পরে এবং ঘটনাস্থলেই নিহত হয়।
রাজলক্ষি জুয়েলার্সের মালিক জয়দেব কর্মকার জানিয়েছেন, বিপ্লব প্রতিদিনের ন্যয় মঙ্গলবার সকালেও জুয়েলার্সে আসে। বেলা ১২টার দিকে সে অপর ম্যানেজারকে বলে একটি ঘুরতে যাবেন। দুপুরে তিনি ফোনে জানতে পারেন বিপ্লব আর নেই। তবে কেন ও কি কারণে বিপ্লব এখানে এসেছিলো তা তিনি জানাতে পারেন নি।
রাজবাড়ী রেলওয়ে থানার এসআই আসাদ জানিয়েছেন, সুরতহাল রিপোর্ট তৈরীর পর মরদেহটি উদ্ধার করা হয়েছে।
Leave a Reply