Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে একচুয়াল কোট খোলার দাবিতে  মানববন্ধন করেছে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি‌ বৃহস্পতিবার সকাল দশটায় স্থানীয় কোট কম্পাউন্ড এ কর্মসূচি পালন করে তারা। উক্ত সংগঠনের সভাপতি এডভোকেট আবু খালেদ এর নেতৃত্বে ভার্চুয়াল কোর্ট এর পরিবর্তে একচুয়াল কোট চালুর দাবিতে একটি মানববন্ধন করে তারা।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা, এডভোকেট মোদাররেস আলী ঈছা, এডভোকেট জাহিদ বেপারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন মহামারী করোনা প্রকট আকার থাকায় ভার্চুয়াল কোর্টে আদালত চালু ছিল কিন্তু এখন আইনজীবিদের দাবি ভার্চুয়াল কোর্ট এর পরিবর্তে একচুয়াল কোর্ট চালু করার জন্য  কতৃপক্ষের নিকট দাবী জানান।

Spread the love