Spread the love

সজীব মোল্লা , মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দাহমাসি জুট ইিন্ড্রাস্ট্রিজ লিঃ এ মিলে পাট সরবরাহকারীদের পাওনা টাকা আদায়ের দাবিতে সংবাদ সন্মেলন করেছেন পাট ব্যবসায়ীবৃন্দ।
বৃহস্পতিবার দুপুর ২ টায় কামারখালী পেট্রোলপাম্প সংলগ্ন একটি রেস্টুরেন্টে সংবাদ সন্মেলনে পাট ব্যবসায়ীদের পক্ষে লিখিত দাবি পাঠ করেন পাওনাদার আমিনুর রহমান।তিনি লিখিত বক্তব্যে বলেন, আমরা এখানে উপস্থিত ১৩ জন পাট সরবরাহকারী
দাহমাশি জুট মিলে টপাট সরবরাহ করে আসছি। জুট মিলটির চেয়ারম্যান নোমন চৌধুরী ও তাঁর ছেলে সালমান চৌধুরী ৩ মাসের মধ্যে পাটের টাকা পরিমোধের কথা বলে পরিশোধ না করে বিভিন্ন টালবাহানা করছে। দিনের পর দিন পাওনাদারদের
টাকা না দিয়ে পাট সরবরাহকারীদের ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। । সংবাদ সন্মেলনে জানানো হয়,আরিয়ান এন্ট্রারপ্রাইজের ৩৮ লক্ষ ৮৪ হাজার ,বিশ্বাস জুট
ট্রেডার্সের ৩৮ লক্ষ ৮৮ হাজার,সুজন এন্ট্রারপ্রাইজের ৩ ৬ লক্ষ ৬২ হাজারশেখ এন্ট্রারপ্রাইজের ১৩ লক্ষ ২২ হাজার,এমডি ট্রেডার্সের ১৩ লক্ষ ৬৮ হাজার,এমএস
জুটের ১ কোটি৫৬ লক্ষ ২৬ হাজার,মানতু ট্রেডিং এর ৮৮ লক্ষ ৯৭ হাজার,সাহা ট্রেডার্সের ১ কোটি ৫২ লক্ষ ৮৪ হাজার,মিজানুর রহমানের ১০লক্ষ ৯৮ হাজার,পিএন ট্রেডিং এর ৬৪ লক্ষ ৭৪ হাজার,আর্শিবাদ ট্রেডার্সের ৪৭ লক্ষ ৪১ হাজারবিএস ট্রেডিং এর২৭ লক্ষ ৬৬ হাজার এবং খলিলুর রহমানের ২২ লক্ষ৫৫ হাজার টাকা পাওনা রয়েছে।
 উপস্থিত পাট সরবরাহকারীদের ৭ কোটি ১১ লক্ষ ৯০ হাজার ৯শত ৫৯ টাকা দ্রুত পাওয়ার দাবি করেন সরবরাহকারীগণ। এ সময় আরিয়ান এন্ট্রারপ্রাইজের
মালিক মুরাদ হোসেন, বিশ্বাস জুট ট্রেডার্সের আমিনুর রহমান,সুজন এন্ট্রারপ্রাইজের ফিরোজ আহমেদ,শেখ এনন্ট্রারপ্রাইজের মিজানুর রহমান,এমডি ট্রেডার্সের মনিরুজ্জামান মাসুদ,্েসএস জুট ট্রেডিং এর
মেহেদি হাসান সনেট,মানতু ট্রেডিং এর সেলিম রেজা,সাহা ট্রোর্সের সুশিল সাহা,, মিজানুর রহমান, পেএন ট্রেডিং এর প্রেমানন্দ সাহা, আর্শিবাদ
ট্রেডার্সের সুজন, বিএস ইন্টঃ এর নুরুল আকবার, এবং খলিলুর রহমান,বাগাট ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান,আড়পাড়া ইউনিয় পরিষদের
চেয়ারম্যান জাকির হোসেন মেল্যা, আড়পাড়া ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্দা আব্দুস সালাম মন্ডলসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত
ছিলেনম সংবাদ সন্মেলনে ফরিদপুর প্রেসক্লাব,মধুখালী প্রেসক্লাব ও মধুখালী রিপোটার্র্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love