রূপসা প্রতিনিধি : রূপসার নৈহাটি শুতালের বটতলা এলাকায় গত ১১ জুন ভোরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা হাতেনাতে ধরে ফেলে। ভুক্তভোগী জানায়, সামন্তসেনা গ্রামের মৃত আমিনুদ্দিন সেখের ছেলে শেখ জাকির হোসেন ভোরে গরু বাড়ির সামনে বেঁধে রেখে বিলে যায়। এদিকে ওৎ পেতে থাকা নির্মল সাহার ছেলে কৃষ্ণ সাহা (২০) ও সেলিম শেখের ছেলে রিঙ্কু শেখ (২১) উভয়ের বাড়ি চর রূপসা নতুন বাজার এলাকায়। জাকিরের বাড়ির সামনে বেঁধে রাখা গরুর দড়ি খুলে নিয়ে হেঁটে রূপসার দিকে রওনা হয়। দেবীপুর শুতালের বটতলায় আসলে এলাকাবাসী গরুর দাম জিজ্ঞেস করলে সঠিক দাম বা নিদৃষ্ট কোন তথ্য দিতে না পারায় সন্দেহে তাদের গরু সহ আটক করেন। তাদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলে গরুর মালিক জাকির হোসেনকে আনা হলে সে তার গরু চিনতে পারে। এ খবরের ভিত্তিতে উপস্থিত হন এমপির প্রতিনিধি আজমল ফকির, ইউপি সদস্য শেখ জাকির হোসেন, মো. ইলিয়াস শেখ ও সাংবাদিক ফ,ম, আইয়ুব আলী। পরে রূপসা ফাঁড়ি ইনচার্জ মো. কামরুজ্জামান চোরদের নিয়ে যায়। এলাকাবাসি ধারণা করছে এই দুই চোর গতকাল তিলক গ্রাম থেকে ৫টি গরু চুরি হওয়া ঘটনার সাথে জড়িত আছে।
Leave a Reply