Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

শিমুল হোসেন, স্টাফ রিপোর্টার (কালিগঞ্জ) সাতক্ষীরা:

৩০-তম শুভ বিবাহ বার্ষিকী”
কাজী কাহফিল অরা (সজল)-
শারমিন নাহার”

৩০-তম শুভ বিবাহ বার্ষিকীর
এই দিনে খুশিতে মাতি সবজনে।
ফিরে আসুক বারে বারে
আনন্দের এই মহাক্ষণে।

বিশ্বাসের উপর ভর করে
ভালোবাসার হাত ধরে।
সন্দেহ অবিশ্বাস দূর করে
পরম প্রভুর কৃপাতে।

হৃদয়ের সাথে হৃদয় হোক
চোখের উপরে চোখ।
সুখে দুখে জীবন হোক
দীর্ঘ দিনের পথ চলা।

দুটি প্রান্তের দুটি মন
মিলুক মমতা ভরে।
ফুলের মতো সুন্দর হোক
আকাশ উজার করে।

দাম্পত্য হোক সুখের জীবন
চলার পথে দুজনার।
অচেনা পথ মসৃন হোক
ভালোবাসায় সৃজনার।

স্রষ্টা যেন ভালো রাখে
সব সময়ে জুটিকে।
শত বছর বেঁচে থাকুক
একই বৃন্তের বৃক্ষেতে।

কাজী কাহফিল অরা (সজল)- সভাপতি কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, সাবেক বারবার নির্বাচিত সভাপতি দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজ।


Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •