Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

নিজস্ব প্রতিবেদক : শাহ সুফী দরবেশ লালন শাহের মত প্রচারে ফরিদপুর সদর উপজেলার চতর গ্রামে “লালন আনন্দ ধাম” এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে ফকির আরিফ খার উদ্যোগে কুষ্ঠিয়ার লালনের চির ভক্তিমান, বীর মুক্তিযোদ্ধা দরবেশ নোহির শাহ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় দরবেশ শামসুল শাহ, দরবেশ মহররম শাহ, ফকির মোসলেহ উদ্দিন, মানিকগঞ্জের অন্তর সরকার, ফকির আরজ আলী, সাংবাদিক প্রবির কান্তি বালা, ফকির আরজ আলী, আ. হাকিম শেখ, সেকেন্দার মোল্লা, আশিক ইশবাল লিপটন, আবুল হোসেন উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক ফকির আরিফ খা জানান, এ লালন আনন্দ ধাম থেকে লালনের মত প্রচার করা হবে। লালন অনুসারীদের লালন গানের প্রশিক্ষণ ও লালন গবেষনার সুব্যবস্থা থাকবে।


Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •