Spread the love

শরিফুল হাসান, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ।

জেলা পুলিশের উদ্যেগে সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে সালথা থানা চত্তর আগত শীতার্ত, সালথা বাজারের পাশে কাউলিকান্দা বেদে পল্লী ও উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে অবস্থানরত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা।

এসময় সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ রফিক মোল্যা সহ সালথা থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত কয়েকদিন শীতের প্রকোপ বেড়েছে। ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম বার এর দিক-নির্দেশনা অনুযায়ী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলা শহর সহ ৯টি থানার বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


Spread the love